রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৮ অপরাহ্ন
অংগ্য মারমা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির পাহাড়ে এখন চলছে উৎসব। পাহাড়ের বৈসাবি উৎসব মন কাড়ছে পাহাড়িদের বসবাসরত সকলেই। পাহাড়ের মারমা তরুন তরুণীদের মনে লেগেছে রং। এ রংগের রঙ্গিন পাহাড়। পার্বত্য খাগড়াছড়িতে বইছে আনন্দের বন্যা। নুতন পোশাকের পাশাপাশি নতুন করে ঘরকে সাজিয়ে তোলার চেষ্টা পাহাড়ের সর্বত্র মারমা, ত্রিপুরা, চাকমা, ত্রিপুরাদের।
খাগড়াছড়ি মুখর হয়ে উঠেছে বৈসাবি আয়োজনে। পাহাড়িদের মধ্যে আজ থেকে আগামী ৩দিন ত্রিপুরারা হারি বৈসু, বৈসুমা ও বিচিকাতাল নামে এই উৎসব পালন করবে। এদিকে মারমা সম্প্রদায়ে সাংগ্রাই প্রথমদিন পাইছোয়ে।এ উপলক্ষে সকালে মারমা তরুণ তরুণীসহ বিভিন্ন বয়সের মানুষ খাগড়াছড়ি পানছড়িতে সাংগ্রাই উদযাপন কমিটি আয়োজনে আজ শনিবার বিকেলে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ সহযোগীতা জল কেলি উৎসব উদ্বোধন করেন মারমা ঐক্য পরিষদ প্রতিষ্ঠাতা ম্রাসাথোয়াই মারমা। মারমা ঐক্য পরিষদ উদ্যোগে গোলাবাড়ি নিজস্ব অফিস ভবন সামনে থেকে গাড়ি বহর বের হয়ে মহামুনি বৌদ্ধ বিহার প্রাঙ্গণে শেষ হয়। তরুন তরুণীরা নেচে গেয়ে জল উৎসবে আনন্দ মেতে উঠে।
Leave a Reply