শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০১:৪১ অপরাহ্ন
অংগ্য মারমা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির জেলার পানছড়ি বাজারে আগুনে ২০ টি দোকান ও বসত ঘর পুড়ে গেছে। শনিবার রাত সাড়ে ৮টায় উপজেলা সদর বাজারে অগ্নিকান্ডে ঘটনা ঘটে। এতে এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা। বসত বাড়ি থেকে মালামাল বের করতে গিয়ে মো: মনির নামে এক দিনমজুর আহত হয়েছে। তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পানছড়ি উপজেলায় ফায়ার সার্ভিস না থাকায় আগুন লাগার খবর পেয়ে ২৫ কিলোমিটার দুরর্ত্ব খাগড়াছড়ি জেলা শহর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট রওনা হয়ে রাত ৯টা ১৫ মিনিটের দিকে পানছড়ি বাজারে ফায়ার সার্ভিস পৌঁছায়। পাানছড়ি পুরাতন বাজার এলাকার একটি দোকানে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা আগুনের নেভানোর চেষ্টা করে। আগুন নিয়ন্ত্রন নেভাতে বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা স্থানীয়দের সহায়তা করেন। পুড়ে যাওয়া ২০ দোকানপাটের মধ্যে কামার, আইসক্রীম কারখানা ও চায়ের দোকানের পাশাপাশি কয়েকটি বসতবাড়ি ছিল।
পানছড়ির ইউপি চেয়ারম্যান নজির মাহমুদ জানান, বিজিবি , সেনাবাহিনীর সদস্য ও স্থানীয় জনতা এবং বাজার ব্যবসায়ীদের একান্ত প্রচেষ্টায় প্রায় ৪০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসতে দেরি হওয়ায় স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে উঠে।
পানছড়ি উপজেলা নিবার্হী অফিসার ( ইউএনও ) আবুল হাশেম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকা ছাড়িয়ে যাবে।
Leave a Reply