শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:৩০ অপরাহ্ন
অংগ্য মারমা,খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ উদ্যোগে পাহাড়ের প্রাণের উৎসব ঐতিহ্যবাহী বৈসু, সাংগ্রাই, বিজু (বৈসাবি) ও বাংলা নববর্ষ উদযাপনে উপলক্ষে আজ বুধবার দুপুর ৩টায় জেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রস্ততি সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ মূখ্য নিবার্হী কর্মকর্তা মো:নুরুজ্জামান সঞ্চালনায় চেয়ারম্যান কংজরী চৌধুরী সভাপতিত্বে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নে জিটুআই মেজর রফিকুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কাজী মো: চাহেল তস্তরী, অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাউদ্দিন,জেলা পরিষদ নিবার্হী কর্মকর্তা টিটন খীসা, জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরী, মংশেপ্রু চৌধুরী অপু, মংক্যচিং চৌধুরী, পার্থ ত্রিপুরা জুয়েল, খগেশ্বর ত্রিপুরা, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী জীবন রোয়াজা, খাগড়াছড়ি প্রেস ক্লাবে সভাপতি জীতেন বড়–য়াসহ বিভিন্ন সরকারী ও বেসরকারি সংস্থা কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিক, জনতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বৈসাবি’ উৎসবকে আনন্দঘন পরিবেশে উদযাপনে ১১ এপ্রিল আনন্দ র্যালি জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে টাউন হলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বক্তব্যে বলেন, পাহাড়ের প্রাণের উৎসব বৈসাবি ও বাংলা নববর্ষ সকল সম্প্রদায় উৎসব। এই উৎসব সকলেই অংশগ্রহন মাধ্যমে সুন্দরভাবে পালন করতে পারে সকলে প্রতি সহযোগীতা কামনা করেন।
Leave a Reply