রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৯ অপরাহ্ন
অংগ্য মারমা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
পাহাড়ে রঙ্গিন বৈসাবি উৎসব শুরু হয়েছে খাগড়াছড়ির পাহাড়ে ত্রিপুরা সম্প্রদায়ে সামাজিক ও ধর্মীয় উৎসব বৈসু উৎসব উপলক্ষে শুক্রবার সকালে খাগড়াছড়ি সদর উপজেলা মাঠ প্রাঙ্গণ থেকে ত্রিপুরা সম্প্রদায়ে শিশু-কিশোর, তরুন-তরুনীসহ বিভিন্ন বয়সী বিভিন্ন এলাকা থেকে নতুন রংবে রঙ্গিন পোশাক পরিধান র্যালিতে অংশগ্রহন করেন। র্যালি উদ্ধোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক । বৈসু উৎসব সাপ্তাহ ব্যাপি চলবে।
এতে র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী পদমর্যাদা সম্পন্ন শরণার্থী পুণর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটি সভাপতি নলেন্দ্র লাল ত্রিপুরা সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন , সাবেক সংসদ সংসদ যন্দ্রীয় লাল ত্রিপুরা, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক, খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল সাজ্জাদ মাহমুদ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম ,খাগড়াছড়ি পুলিশ সুপার মো: আহসার উজ্জামান পিপিএম- সেবা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য খগেশ্বর ত্রিপুরা, খোকনেশ্বর ত্রিপুরা, পার্থ ত্রিপুরা জুয়েল, মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি সদর উপজেলার চেয়ারম্যান শানে আলম প্রমূখ।
র্যালি শেষে খাগড়াপুর উৎসবে মঙ্গল প্রদীপ প্রজ্জলন ও গড়িয়া নৃত্য সপ্তাহব্যাপী ত্রিপুরা সংস্কৃতি উৎসবের উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক। এ উপলক্ষে খাগড়াছড়ির খেলা ত্রিপুরাদের গড়াইয়া নৃত্যসহ সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে।
Leave a Reply