রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৭ অপরাহ্ন
অংগ্য মারমা,খাগড়াছড়ি প্রতিনিধি:
সংরক্ষিত নারী আসনের সংসদ বাসন্তি চাকমাকে জাতীয় সংসদ থেকে অপসারণের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল, কুশপুত্তলিকা দাহ ও সমাবেশ হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে পার্বত্য অধিকার ফোরামের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার থেকে শুরু হয়ে শহরের শাপলা চত্বরে সমাবেশের মাধ্যমে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য অধিকার ফোরামের কেন্দ্রীয় সভাপতি মো. মাঈন উদ্দীন, সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা, কেন্দ্রীয় সমন্বয়ক সাদ্দাম হোসেন ও বৃহত্তর পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের জাহিদুল ইসলাম।
বক্তারা বলেন, বাসন্তি চাকমা পার্বত্য অঞ্চলের শান্তি-সম্প্রীতি হুমকির মুখে ফেলে দিয়েছে। তিনি যে বক্তব্য রেখেছেন, তা ছিল সম্পূর্ণ অসত্য। তার কথার কোন ভিত্তি নেই।
এ সময় তার অপসারণে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়। অন্যথায় লাগাতার ৭২ ঘন্টা হরতাল-অবরোধ কর্মসূচি পালনের হুমকি দেওয়া হয়। সমাবেশ থেকে বাসন্তী চাকমাকে স্বেচ্ছায় ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহার, আওয়ামী লীগ থেকে বহিস্কার ও সকল রাষ্ট্রীয়-সামাজিক কার্যক্রম থেকে নিষিদ্ধসহ চার দফা দাবি জানানো হয়।
Leave a Reply