শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০২:০১ অপরাহ্ন
অংগ্য মারমা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার বেইলী ব্রীজ ধসে পাথর বোঝার ট্টাক চেঙ্গী নদীতে পড়ে গেছে। মহালছড়ির সাথে সিঙ্গিনালার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। সকল যানবাহন চলাচল বন্ধ বয়েছে।
এ দূর্ঘটনা ট্টাকের চালকসহ তিনজনকে উদ্ধার করা সম্ভব হলেও ট্টাকের শ্রমিক আব্দুল মুমিন নামে এক নিখোঁজ রয়েছে। আক্তার হোসেন নামে আহত শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজ শ্রমিককে উদ্ধারে কাজ তৎপরতা চালাচ্ছে।
মহালছড়ির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম ফকির জানান, শনিবার সকাল পৌনে ১০ অতিরিক্ত পাথর বোঝাই ট্টাক মহালছড়ি-সিঙ্গিনালা সড়কের বেইলী ব্রীজের উঠামাত্র ব্রীজ ভেঙ্গে ট্টাকসহ ধসে নদীতে পড়ে যায়।
খবর পেয়ে মহালছড়ি জোন কমান্ডার লে.কর্নেল মোসতাক আহমদ, জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না নাসরিন উর্মি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Leave a Reply