রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৩ অপরাহ্ন
অংগ্য মারমা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মহালছড়িতে ৬ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। তার নাম খোরশেদ আলম ওরফে খুইশ্যা (২২)।
মঙ্গলবার রাতে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার লিচু বাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত যুবক মহালছড়ি উপজেলা সদরের নতুন পাড়া এলাকার আবদুল কুদ্দুস এর ছেলে।
মহালছড়ির থানার ওসি নুরে আলম ফকির জানায়, গত ২৩ মার্চ অভিযুক্ত খোরশেদ আলম শিশুটিকে কেক খাওয়ানোর প্রলোভন দেখিয়ে মহালছড়ি হাসপাতালের পিছনে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনায় গত ৩ এপ্রিল ধর্ষিতার মা বাদী হয়ে মহালছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।
Leave a Reply