বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১০:৪৬ পূর্বাহ্ন
অংগ্য মারমা,খাগড়াছড়ি প্রতিনিধি:
বধুবার বিকাল সাড়ে ৩টা খাগড়াছড়ি শহরের র্যাব-৭ চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহামুদ ও মেজর মাসুদ পারভেজ নেতৃত্বে খাগড়াছড়ির শহরে “ফোর স্টার” আবাসিক হোটেলে র্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযান চালিয়ে দু’টি বিদেশি পিস্তল, একটি এলজি, দু’টি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়।
র্যাব ও পুলিশ সূত্র জানায়, তারা দীর্ঘ দিন ধরে অস্ত্র ব্যবসার সাথে জড়িত। এর আগেও চক্রটিকে আটকের চেষ্টা করলেও কৌশলে তারা পালিয়ে যায়। এবার ছদ্ববেশে তাদের আটকে সক্ষম হয়। সেনাবাহিনীও অভিযান পরিচালনায় অংশ নেয়। তাৎক্ষণিক আটককৃতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন টিটো ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযানে অস্ত্রসহ ২ ব্যবসায়ী আটকের খবর পেয়েছি। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের এখনো থানায় হস্থান্তর করা হয়নি।
Leave a Reply