শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫১ অপরাহ্ন
অংগ্য মারমা;খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়িতে শুক্রবার সদরের গিরিফুল এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে চাঁদা আদায়ের পাঁচ লাখ ৬১ হাজার টাকা ও চোলাই মদসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত নগদ টাকা ও সরঞ্জামগুলো ‘ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’র(ইউপিডিএফ) প্রসীত গ্রুপের সমর্থিতদের। এসব টাকা চাঁদার এবং অভিযান চালানো স্থানটি সামরিক শাখার আস্তানা।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদত হোসেন টিটু জানান, ইউপিডিএফ’র প্রসীত গ্রুপের সামরিক শাখার একটি বৈঠক চলছে এমন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী গিরিফুল এলাকায় অভিযান চালায়। অভিযান টের পেয়ে সন্ত্রাসী পালিয়ে গেলেও ১ জনকে আটক করা হয়েছে।
পরে আস্তানায় তল্লাসী চালিয়ে পাঁচ লাখ টাকা ৬১ হাজার টাকা, ৭টি বড় ব্যাগ,বেশ কিছু মোবাইল ফোন ও অন্যান্য সরঞ্জাম উদ্বার করে। অপর দিকে খাগড়াছড়ি পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও এদিকে ইউপিডিএফের সংগঠক ও গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি অংগ্য মারমা উদ্ধারকৃত টাকা ও সরঞ্জামের সাথে তাদের সংগঠন জড়িত নয় এবং এতে তাদের কোন ধরণের সম্পৃক্ততা নেই বলে জানান।
Leave a Reply