বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১১:৪৯ পূর্বাহ্ন
অংগ্য মারমা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়িতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া খাগড়াছড়ির ৮ উপজেলায় অনেকটাই শান্তিপূর্নভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।
আজ ৮মার্চ সোমবার সকাল ৮টায় থেকে ভোট কেন্দ্রের নারী পুরুষ উপস্থিতি বেশী ছিল। সকল ভোটারা শান্তিভাবে ভোট দিয়েছে। এখন চলছে গণনা। ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন দীঘিনালা ও মহালছড়ির ৪ চেয়ারম্যান প্রার্থী। ভোটে অনিয়মের কারণে পানছড়ির ৩টি কেন্দ্রের ভোট গ্রহন স্থগিত করা হয়েছে।
দুপুরের দিকে দীঘিনালায় জনসংহতি সমিতি (এমএন লারমা) গ্রুপ সমর্থিত প্রার্থী প্রফুল্ল কুমার চাকমা ও দলটির সমর্থিত দুই ভাইস চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জনের ঘোষনা দিয়েছেন। আঞ্চলিক এই দলটির পক্ষ থেকে দীঘিনালা উপজেলায় সোমবার বেলা ১২টা থেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ আহবান করা হয়েছে।
এদিকে ভোট গ্রহন পরিস্থিতি নিয়ম বহির্ভূত হওয়ার কারণে কারচুপির অভিযোগে পানছড়ি উপজেলার লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়, পানছড়ি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাইলট ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহন স্থগিত করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা কাজী চাহেল তস্তরী তা নিশ্চিত করেছেন। খাগড়াছড়ি পুরুষ ভোটার ২লাখ ১১হাজার ৭শত ১৬ জন ও মহিলা ভোটার ২লাখ ১১ হাজার ৭শত ১৬জন রয়েছে।
Leave a Reply