শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩, ০৪:১৮ অপরাহ্ন
খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির গুইমারা উপজেলা পরিষদে নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং মারমা।
গতকাল সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন রাঙ্গামাটি জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ শফিকুল রহমান।
আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মেমং মারমা নৌকা প্রতীক পেয়েছেন ৮ হাজার ৫৯০ ভোট। নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী উশ্যেপ্রু মারমা (আনারস) পেয়েছেন ৫ হাজার ৯১২ ভোট। এদিকে মো. আইয়ুব আলী (মোটর সাইকেল) ৩ হাজার ২২৯ ভোট পেয়ে তৃতীয়স্থান করেছেন। রুইসাঅং মারমা (দোয়াত কলম) ১৪৫ ভোট পেয়েছেন।
আওয়ামীলীগের প্রার্থী গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মেমং মারমা ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বলেন, আমার দায়িত্ব আরও বেড়ে গেলো। আমি গুইমারা উপজেলার উন্নয়নে চেষ্টা অব্যাহত রাখবো।
Leave a Reply