বুধবার, ২৫ মে ২০২২, ০৭:৩৮ পূর্বাহ্ন
অংগ্য মারমা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি পৌরসভা আয়োজনে সোমবার সকালে খাগড়াছড়ি পৌর সম্মেলন কক্ষে পৌরসভার চলমান উন্নয়ন মূলক কার্যক্রম ও সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
উক্ত প্রেস ব্রিফিং এর পৌর মেয়র মো: রফিকুল আলম সভাপতিত্বে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পৌরসভা নিবার্হী প্রকৌশলী দিলীপ কুমার বিশ্বাষ, পৌর সচিব পারভিন আক্তার খন্দকার, পৌর কাউন্সিলর মংরে মারমা, অতীষ চাকমা, দৈনিক অরণ্য বার্তা সম্পাদক ও খাগড়াছড়ি প্রেস ক্লাবে প্রতিষ্ঠাতা চৌধুরী আতাউর রহমান, খাগড়াছড়ি প্রেস ক্লাবে সভাপতি জীতেন বড়–য়া, টিভি জার্নালিষ্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্লসহ খাগড়াভছড়ি কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিং পৌর মেয়র মো: রফিকুল আলম জানান, খাগড়াছড়ি পৌরসভার চলমান উন্নয়ন মূলক কার্যক্রমকে দেশের জনগণ কাছে তুলে ধরতে প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স টিভি প্রচার করা জন্য আহ্বান জানান। তিনি আরো বলেন পৌরসভা দক্ষতার সাথে স্বচ্ছতা ও জবাদিহিতামূলক পৌর পরিচালনের মাধ্যমে পৌরবাসীকে আধুনিক পৌর সুবিধা প্রাপ্তি নিশ্চিত করে পৌরসভাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, উন্নত জীবন যাপনের জন্য পর্যটনমুখী যানজটমুক্ত, পরিবেশ বান্ধব, পরিস্কার, পরিচ্ছন্ন পরিকল্পিত একটি আর্দশ, নিরাপদ ও সুন্দর পৌরসভা বির্নিমাণ করা ব্যক্ত করেন।
Leave a Reply