মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ১১:৩৪ পূর্বাহ্ন
অংগ্য মারমা,খাগাড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলাতে মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশের স্কুলের মাঠে বসে আড্ডা দেয়ার সময় দশম শ্রেণীর ৩ ছাত্রীকে ধর্ষণের শিকার হয়। এর অভিযোগে ৪ তরুণকে আটক করেছে পুলিশ।
এঘটনায় মঙ্গলবার রাতে মামলা দায়ের পর অভিযুক্ত ৪ তরুণকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে ধর্ষণের শিকার তিন ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য খাগড়াছড়ি সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সুত্রের জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় গরমের কারণে বাড়ির পাশের স্কুলের মাঠে বসে ছিলেন দশম শ্রেণীর তিন ছাত্রী। এসময় একই এলাকায় থুইচিং মারমা, সাথিং মারমা, হৃদয় চাকমা ও সাইফুল মারমা জোরপূর্বক পাশের সেগুন বাগানে নিয়ে তাদের ধর্ষণ করে। স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে গেলে ধর্ষকরা পালিয়ে যায়।
মহালছড়ি থানার ওসি নুরে আলম জানান, রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৪ তরুণকে আটক করা হয়েছে। এঘটনায় একজন ভিকটিমের বাবা বাদি হয়ে মামলা করেছেন। আটককৃতদের আদালতে এবং ভিকটিমদের ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply