শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৩ অপরাহ্ন
অংগ্য মারমা ;খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি মানিকছড়ি মাঠে শুরু হলো ‘বঙ্গবন্ধু’ফুটবল টুর্নামেন্টের ৩য় বারে আসর। মানিকছড়ি সদর ইউনিয়ন পরিষদ উদ্যোগে দেড় মাস ব্যাপি অনুষ্টিত এ টুর্নামেন্টে উপজেলার ৩৩টি দল নক্ আউট পদ্ধতিতে খেলবে। বিগত ১ম ও ২য় আসরের ন্যায় এবারও জমকালো আয়োজনে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী শান্তি প্রতীক পায়রা উড়িয়ে খেলা উদ্বোধন করেন।
কমিটি সূত্রে জানা গেছে, ১ নং মানিকছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.শফিকুর রহমান ফারুক চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ইউনিয়নবাসীর দৃষ্টিনন্দন উন্নয়নের পাশাপাশি ক্রীড়াঙ্গনকে অগ্রাধিকার দিয়ে ২০১৬ সালে আয়োজন করেন‘বঙ্গবন্ধু’ ফুটবল টুর্নামেন্টের প্রথম আসর। এর ধারাবাহিকতায় ২০১৭ সালে ২য় আসর এবং এবার চলছে ৩য় বারে আসরের শেষ প্রস্তুতি।খেলার শুরু থেকে প্রতি দলে ২জন অতিথি খেলোয়াড় এবং সেমি ফাইনাল ও ফাইনালে দেশি-বিদেশী খেলোয়াড়ের সমাগম ঘটবে মাঠে।
সোমবার টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন এর সঞ্চালনায় খেলার আহবায়ক ও ১নং মানিকছড়ি ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ির চেয়ারম্যান কংজরী চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য এম.এ. জব্বার, সাবেক উপজেলা চেয়ারম্যান এম.এ. রাজ্জাক,উপজেলা পরিষদ চেয়ারম্যান ম্্রাগ্য মারমা, উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ, সহকারি কমিশনার(ভূমি) রুবাইয়া আফরোজ, অফিসার ইনচার্জ মুহাম্মদ রশীদ, তিনটহরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিউল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার মো.সফিউল আলম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও যোগ্যাছোলা ইউপি সাবেক চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন, যোগ্যাছোলা ইউপি’র নব নির্বাচিত চেয়ারম্যান ক্যয়জরী মহাজন, বাটনাতলী ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম মোহন,তিনটহরী ইউপি’র প্যানেল চেয়ারম্যান মো. বাহার মিয়া, সনাতন নেতা সজল বরণ সেন, ছাত্রলীগ সভাপতি মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামালসহ টুর্নামেন্ট সংশ্লিষ্ঠ কর্মকর্তা, আপিল কমিটি, পরিচালনা কমিটি প্রমূখ।
খেলা শুরুর পূর্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, টুনামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও ১নং মানিকছড়ি ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ, উপজেলা চেয়ারম্যান ম্্রাগ্য মারমা।
প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বক্তব্যে বলেন, সুস্থ দেহ,সুস্থ মন- ছাড়া সু-স্বাস্থ্যের অধিকারী হওয়া যায় না। আগামী প্রজন্মদেরকে খেলাধুলার মাধ্যমে সমাজ গঠনে আদর্শ নাগরিক গড়ে তুলতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়া নৈপূণ্যের বিকল্প নেই। ফলে পার্বত্য জেলা পরিষদ এ অঞ্চলের ক্রীড়ামুদী খেলাধূলার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ টুর্নামেন্ট পরিচালনায় এক লক্ষ টাকা অনুদান প্রদান করেন।
Leave a Reply