শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০১ অপরাহ্ন
অংগ্য মারমা,খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলা লক্ষীছড়ি উপজেলা গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) এর ৩য় কাউন্সিলসম্পন্ন হয়েছে। বুধবার সকাল ১১.০০ টায় লক্ষীছড়ি সদর এলাকায় এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিল শুরুতে অধিকার আদায়ের সংগ্রামের নিয়োজিত সকল শহীদদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়।
লক্ষীছড়ি উপজেলার ডিওয়াইএফ সভাপতি রিপন চাকমার সভাপতিত্বে সাধারণ সম্পাদক ক্যামরন চাকমার সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিকফ্রন্ট (ইউপিডিএফ) সমন্বয়ক চন্দন চাকমা ও সংগঠক আপ্রæসি মারমা,ডিওয়াইএফ খাগড়াছড়ি জেলা শাখার সাংগাঠনিক সম্পাদক রুপেশ চাকমা, লক্ষীছড়ি উপজেলা শাখার শিল্প ও সাংস্কৃতিক সম্পাদক উৎপল চাকমা, পিসিপি ল²ীছড়ি উপজেলা শাখার সভাপতি নয়ন চাকমা, ১নং লক্ষীছড়িইউপি চেয়্যারম্যান প্রবিল চাকমা, ২নং দুল্যাতলী ইউপি চেয়্যারম্যান ত্রিলন চাকমা, ৩নং বর্মাছড়ি ইউপি চেয়্যারম্যান হরিমোহন চাকমা,লক্ষীছড়ি সদর সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য মেরিনা চাকমা প্রমূখ।
পরে পুরাতন কমিটিকে বিলুপ্ত করে উপস্থিত সর্বসম্মতি ক্রমে বরুন চাকমাকে সভাপতি,উৎপল চাকমাকে সাধারণ সম্পাদক, পাইচি মারমাকে সাংগাঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান ডিওয়াইএফ খাগড়াছড়ি জেলা সাংগাঠনিক সম্পাদক রুপেশ চাকমা।
Leave a Reply