বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৭:৫৬ পূর্বাহ্ন
অংগ্য মারমা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
পাহাড় ধ্বসের ঝুঁকি এবং অনাকাঙ্খিত প্রাণহানি এড়াতে খাগড়াছড়ি জেলা শহরের ন্যান্সি বাজার এলাকায় বৃহস্পতিবার দুপুরে উচ্ছেদ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গত কয়েক বছর ধরে বেপরোয়াভাবে পাহাড় কেটে বসতবাড়ি এবং বাণিজ্যিক প্লট তৈরি করে তা ভাড়া দিয়ে আসছিল একটি চক্র। চলতি সপ্তাহে টানা বর্ষণের সময় ওই এলাকায় বড় রকমের পাহাড় ধ্বসের ঘটনা ঘটলে প্রশাসন নড়েচড়ে বসে।
বেশ কয়েকবার মাইকিং এবং মৌখিক নির্দেশে অবৈধ দখলদাররা অবস্থান ত্যাগ না করায় পৌরসভার সহযোগিতায় ১০টি বসতবাড়ি এবং ২০টি বাণিজ্যিক স্থাপনা বুলডোজার ও স্ক্যাভেটর দিয়ে গুড়িয়ে দেয়া হয়। এসময় খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো: রফিকুল আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো: আবুল হাশেম, সদর থানার উপ-পরিদর্শক মো: মাসুদসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উচ্ছেদ অভিযান চলাকালে অবৈধ দখলদাররা তাঁদের মালিকানার সপক্ষে কোন কাগজপত্র দেখাতে পারেন নি। তবে মানবিক কারণে সময় প্রার্থনা করলেও ঝুঁকি ও প্রাণহানির আশংকায় প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অব্যাহত রাখার দৃঢ়তা ব্যক্ত করা হয়।
খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো: রফিকুল আলম বলেন, পুরো পৌর শহরের এলাকায় ঝুকিপূর্ণস্থানে অবৈধভাবে পাহাড়ের পাদদেশে বসবসাকারীদের প্রাণহানি থেকে রেহায় পাওয়ার জন্য উচ্ছেদ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আবুল হাশেম বলেন,ঝুকিপূণস্থানে বসবাসকারীদের সরে যেতে মাইকিং করা হয়েছে তারপর ও যারা সরে যায়নি তাদেরকে উচ্ছেদ করা হয়েছে।
Leave a Reply