রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৯ অপরাহ্ন
অংগ্য মারমা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে খাগড়াছড়ির সেনা রিজিয়ন ও চট্টগ্রামের লায়ন্স চক্ষু হাসপাতালের উদ্যোগে চক্ষু শিবির মেডিকেল ক্যাম্পইন উপলক্ষে রবিবার সকাল ১১ টায় আয়োজিত ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অডিটরিয়ামে মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান, চট্টগ্রাম লাইন্স হাসপাতালের ডা. হাবিব, সিভিল সার্জন ডা: মো. ইদ্রিস মিয়া, পৌরসভার মেয়র মো. রফিকুল আলমসহ সরকারি ও বেসকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধার পাশাপাশি দূর্গম ও প্রত্যন্ত অসহায় ও গরীব চক্ষু রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে আসছে। ভবিষ্যৎ এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে আশ্বস্থ করেন।
পরে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান, পৌরসভার মেয়র মো. রফিকুল আলমসহ মেডিকেল ক্যাম্পের চিকিৎসা সেবা পরিদর্শন করেন।
চক্ষু শিবির মেডিকেল ক্যাম্পে চট্টগ্রাম লায়ন চক্ষু হাসপাতাল, সিভিল সার্জন, খাগড়াছড়ি ও ৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের সহযোগিতায় বিশেষজ্ঞ চিকিৎসকরা খাগড়াছড়ি বিভিন্ন উপজেলা থেকে ৩ শতাধিক চক্ষু রোগীকে চিকিৎসা সেবা ও অপারেশনের জন্য রোগীদের পরীক্ষার নিরিক্ষা করার হয়।
Leave a Reply