শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০২:৫৬ পূর্বাহ্ন
অংগ্য মারমা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি সড়ক পরিবহন চালক সমবায় সমিতি লিমিটেড এর আয়োজনে মৃত ৩ সদস্যর পরিবারকে নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা করে মোট সাড়ে ৭ লক্ষ টাকা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সংগঠনের কার্যালয়ে এ অর্থ প্রদান করা হয়। এসময় প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো: রফিকুল আলম।
সংগঠনের সভাপতি মধু সুদন দেবনাথ এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, প্রধান অতিথি, খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো: রফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা সমবায় অফিসার রতœ কান্তি রোয়াজা,খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এস এম শফি, জেলা ট্রাক-মিনিট্রাক মালিক গ্রুপের আহবায়ক হাজী আবদুল মোবিন, সড়ক পরিবহন চালক সমবায় সমিতির
সম্পাদক মো: ইউনুছ মিয়া প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি সড়ক পরিবহন চালক সমবায় সমিতি লিমিটেড সাধারণ সম্পাদক মো: ইউনুছ মিয়া। এতে সংগঠনে মৃত তিন সদস্য মৃত জুনু মিয়া নমিনী এস এম জিয়াউল হক, মো: আব্দুল হোসেন নমিনী রাসেদুল্লাহ, মোশারফ হোসেন নমিনী মো: শামীম হোসেন ভূঞাঁ হাতের ২ লক্ষ ৫০ হাজার টাকা করে মোট সাড়ে ৭ লক্ষ নগদ অর্থ প্রদান করেন প্রধান অতিথি খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো: রফিকুল আলম। মৃত ব্যাক্তিদের স্বরনে এক মিনিট নিরবতা পালন করেন সংগঠনে নেতৃবৃন্দরা।
প্রধান অতিথি মেয়র রফিকুল আলম বক্তব্য বলেন, খাগড়াছড়ি সড়ক পরিবহন চালক সমবায় সমিতি লিমিটেড সুসংগঠিত একটি সংগঠন। এই সকল সদস্যদের ঐক্যবন্ধভাবে সংগঠন পরিচালনা করার অভিমত ব্যক্ত করেন।
Leave a Reply