রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৫ অপরাহ্ন
অংগ্য মারমা, খাগড়াছড়ি প্রতনিধি:
খাগড়াছড়ি সদর উপজেলার ৫ ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক ১শ কৃষক কৃষানীর মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ ২৭ এপ্রিল শনিবার সকালে খাগড়াছড়ির জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে কৃষি প্রণোদনা কর্মসুচীর আওতায় প্রতিজন কৃষক কৃষানীকে ৩০ কেজি করে সার বীজ বিতরণ করেন।
খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তুলা দেব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো: মেহেদী হাসান, সদর উপজেলা চেয়ারম্যান মো: শানে আলম, জেলা পরিষদ সদস্য এডভোকেট আশুতোষ চাকমা, সদর উপজেলা কৃষি অফিসার মো: রিয়াজুর রহমান। অনুষ্ঠান নির্বাচিত জনপ্রতিনিধি,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কৃষক কৃষানীগন উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি সদর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০১৮-১৯ অর্থ বছরে খরিপ ১ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচীর অংশ হিসেবে নির্বাচিত প্রতিজন কৃষক কৃষাণীকে ৫ কেজি ধানের বীজ, ১০কেজি এমওপি এবং ১৫ কেজি ডিএপি সার দেয়া হয়েছে।
Leave a Reply