শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৬ অপরাহ্ন
অংগ্য মারমা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি ২৯৮ সংসদীয় আসনে মনোনয়ন পেলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি প্রতিমন্ত্রী পদমর্যাদার পার্বত্য টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
রোববার সকালে ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবন থেকে দলের সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত চিঠি গ্রহণ করেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের যুববিষয়ক সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য মংশৈপ্রæ চৌধুরী অপু ও খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. নুরুল আযম।
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও ভারত প্রত্যাগত শরণার্থীবিষয়ক টাস্কফোর্সে চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি মনোনয়ন পাওয়ার মধ্য দিয়ে জনআকাঙার প্রতিফলন ঘটেছে দাবি করেন খাগড়াছড়ি সাধারণ জনগন অনেকে।
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের যুববিষয়ক সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য মংসেপ্রু চৌধুরী অপু বলেন, আমরা যে কোনো মূল্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থার প্রতিদান দেব।
Leave a Reply