শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৪ অপরাহ্ন
মো: ইমতিয়াজ কামাল ইমন, রাঙামাটি প্রতিনিধিঃ
পাহাড়ি-বাঙ্গলী সকল সম্প্রদায়ের মাঝে সম্প্রীতির বন্ধন সৃষ্টির মাধ্যমে পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে ধানের শীষ প্রতিকে ভোট প্রার্থনা করেছেন জাতীয় ঐক্য ফ্রন্টের প্রার্থী সাবেক পার্বত্য উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান।
আজ বৃহস্পতিবার রাঙামাটির ভারত সীমান্তবর্তী উপজেলা বাঘাইছড়িতে নির্বাচনী গণসংযোগকালে মনিস্বপন দেওয়ান বলেন, আমরা বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে কোনো প্রকার সাম্প্রদায়িক সংঘাতের মতো কোনো ঘটনা সংঘঠিত হয়নি। সুখে-শান্তিতে বসবাস করেছে। কিন্তু বর্তমানে পাহাড়ের মানুষ শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে দিনযাপন করছে। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে বর্তমান সরকার। তাই নিজেদের বাক-স্বাধীনতাসহ গণতন্ত্র ফিরিয়ে আনাসহ পাহাড়বাসীদের বন্দিদশা থেকে মুক্ত করতে ধানের শীষ প্রতিকে ভোট প্রার্থনা করেছেন প্রার্থী মনিস্বপন দেওয়ান।
সকাল থেকে বাঘাইছড়ি উপজেলাজুড়ে গণসংযোগকালে জাতীয় ঐক্য ফ্রন্টের প্রার্থী ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারনাকালে মনিস্বপন দেওয়ান এসব কথা বলেন। এসময় রাঙামাটি জেলা বিএনপির সভাপতি হাজী মোঃ শাহআলম, যুগ্ন সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুন, জেলা জামায়াতের নেতা এডভোকেট হারুনুর রশিদ, এডভোকেট রহমত উল্লাহ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ইউছুপ চৌধুরী বিএনপিসহ সমমনা সংগঠনগুলোর নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
বাঘাইছড়ি সফরকালীন সময়ে বৃহস্পতিবার সকাল থেকেই উপজেলার আমতলী, মাহিল্যা, সরোয়াতলী, দূরছড়ি, বাঘাইছড়ির বটতলীতে সারাদিনব্যাপী নির্বাচনী গণসংযোগ করছে ধানের শীষ প্রার্থী মনিস্বপন ও তার দলীয় সফরসঙ্গীরা। আগামী শুক্র ও শনিবারও উপজেলার ভারতসীমান্তবর্তী এলাকাগুলোতে নির্বাচনী গণসংযোগ চালাবে বলে জানিয়েছে বিএনপির নেতৃবৃন্দ।
Leave a Reply