মোঃ আবদুর রশিদ চৌধুরীঃ
নাইক্ষ্যংছড়ির পার্শ্ববর্তী গর্জনিয়া ইউনিয়নের পূর্বথিমছড়ি গ্রামে- স্বামীর সঙ্গে অভিমান করে পারভিন আক্তার মুন্নি (২৪) নামে এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছে। তিনি গর্জনিয়া ইউনিয়নের পূর্ববোমাংখিল গ্রামের মোহাম্মদ আবুল কাশেমের মেয়ে। পারভিন আক্তার মুন্নি এক ছেলে ও দুই কন্যার জননী।
পরিবার সূত্র জানায়, বিষ পান বিষয়টি অবগত হলে স্বামীসহ অন্যান্যরা তাকে মুমূর্ষ অবস্থা রাত ১০টায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করান। এর আগের দিন বৃহস্পতিবার রাত ৮টার দিকে স্বামী আতাউল্লাহর সঙ্গে অভিমান করে গোপনে বিষপান করেন তিনি। শুক্রবার (২৮ জুন) রাত সাড়ে ১১টায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় পারভিন মারা যান।
পারভিন আক্তার মুন্নির চাচাতো ভাই নুরুল কবির মুঠোফোনে বলেন- ‘স্বামীর সঙ্গে অভিমান করেই এ বিষপানের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরিবারের সকলেই মর্মাহত।’
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আবুল মনসুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- কক্সবাজার সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে আজ শনিবার (২৯ জুন) সকালে পারভিনের লাশ পরিবারকে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply