রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪১ অপরাহ্ন
আব্দুর রশিদ, নাইক্ষ্যংছড়ি:
রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের থোয়াঙ্গাকাটা গ্রামের আদর্শ শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সকাল ৮টা সময় উচ্চ বিদ্যালয় হলরুমে খতমে কোরআন মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া সকাল সাড়ে ৮ টায় উচ্চ বিদ্যালয় মাঠে স্কুল শিক্ষক, শিক্ষিকা, ম্যানেজিং কমিটি ও ছাত্র-ছাত্রীদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং সকল ছাত্র-ছাত্রীসহ অভিভাবকদের বুকে কালো ব্যাজ ধারণ করা হয়।
সকাল ৯টায় বিদ্যালয় মাঠ থেকে এক বিশাল র্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উচ্চ বিদ্যালয় হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: তৌহিদুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইউপি সদস্য আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিচালনা কমিটির সদস্য মো: আলম, মো : হারুন, শিক্ষক মাওলানা আব্দুর রহিম, আব্দুল গফুর, ইয়াছিন আক্তার, কুলছুমা বেগম, উম্মেল কুলছুমা প্রমুখ।
আলোচনা সভায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ছাড়াও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ৫শ জন গরীব অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
Leave a Reply