রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৬ অপরাহ্ন
আবদুর রশিদ; নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি(বান্দরবান):
কক্সবাজারে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া পুলিশ ফাঁড়ী এখন পাখির অভয়ারণ্য। ফাঁড়ীর স্বপ্নবান পুলিশের এসআই বদরুল আলম পুলিশ ফাঁড়ীর টিন সেট ভবন ও গাছে পাখিদের বাসযোগ্য করে গড়ে তুলেছেন। গাছে গাছে গড়ে তুলেছেন পখির কৃত্রিম আবাসস্থল। তাই দেখা মিলছে চড়ুই, শালিক ও বিভিন্ন প্রজাতির পাখির। গর্জনিয়া বাজারের পূূর্ব পাশে অবস্থিত ১৯৩৯ইং সালে স্থাপিত এ পুলিশ ফাঁড়ী এখন ‘পাখির গ্রাম’ নামেই হচ্ছে পরিচিত।
খাঁচায় বন্দী করে নয়। ভবনের দেওয়ালে, গাছের ডালে মাটির ছোট কলস বসিয়ে পাখিদের জন্য গড়ে তোলা হয়েছে আবাসস্থল। নির্ভয়ে বাস করছে দেশীয় প্রজাতির নানা পাখি। কচ্ছপিয়া ইউনিয়নের মিয়াজির পাড়া গ্রামে অবস্থিত গর্জনিয়া পুলিশ ফাঁড়ীর ছোট এই কর্মকর্তা বদরুল আলম তার এক সহকর্মী মিলে শুরু করেন পাখি রক্ষার কাজ।
পরে তাহাদের সাথে যোগ দেয় অন্যান্য পুলিশ সদস্যও। তাই পাখির কলরবে নিরাপদ আশ্রয় থাকায় বাড়ছে পাখির সংখ্যা। পুলিশের এই পাখি বান্ধব ছোট কর্মকর্তার এ উদ্দ্যোগ এলাকার যুব সমাজকে অনুপ্রাণিত করবে আশা গ্রামবাসীর।
Leave a Reply