শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০১:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বান্দরবান রাজার মাঠে শুরু হতে যাচ্ছে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আওয়ামীলীগের ত্রি- বার্ষিক সম্মেলন: সভাপতি মংপু ও সাঃ সম্পাদক নাছির পাহাড়ে কি নাম ধরে তারা আসছে সেটা আমাদের কাছে প্রাধান্য পাচ্ছে না- স্বরাষ্ট্রমন্ত্রী রাঙ্গামাটি শহরে হঠাৎ দেখা মিলল ‘দাগি-বসন্ত’ পাখি বান্দরবান রাজার মাঠ সংলগ্ন পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন বান্দরবান কুহালং ইউনিয়নে এক জনকে অপহরণ বান্দরবান হিলবার্ড এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই জন আটক প্রধানমন্ত্রীর ঘর পেলো বান্দরবানের পিছিয়ে পড়া জনসাধারণ কেএনএফ’র গুলিতে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
গর্জনীয়ায় অপহৃত দুই সহোদর ১৭ ঘন্টা পর মুক্তিপনে মুক্ত

গর্জনীয়ায় অপহৃত দুই সহোদর ১৭ ঘন্টা পর মুক্তিপনে মুক্ত

আব্দুল হামিদ,নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
রামু উপজেলার গর্জনীয়ায় অপহৃত দুই সহোদর শহিদুল্লাহ ও মোঃ রিদুয়ান ১৭ ঘন্টা পর মুক্তিপনের বিনিময়ে মুক্ত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গর্জনীয়া ইউনিয়নের বাইশারী-ঈদগড় সড়কের পশ্চিম পাশের্^ জুন্নাইম্যারঘোনা নামক পাহাড়ে অপহরনকারীদের হাতে নগদ ১ লক্ষ ৩৫ হাজার টাকা এবং বিকাশে ৫০ হাজার টাকা দেওয়ার পর তারা ছাড়া পায়।

অপহৃতদের বড় ভাই মিজানুর রহমান জানান, চুক্তি মোতাবেক অপহরনকারীদের হাতেই তুলে দেওয়া হয় মুক্তিপনের টাকা। টাকা পাওয়ার পর তারা আমার ভাইদের বাইশারী-ঈদগড় সড়কের পশ্চিম পাশের্^ জুন্নাইম্যারঘোনা নামক পাহাড়ে ছেড়ে দেয়। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় বাড়ীতে রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপহৃত দুই সহোদর সোমবার সন্ধ্যা ৭টার দিকে মুক্তিপনের বিনিময়ে ছাড়া পেয়েছে।

উল্লেখ্য, গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে ৭/৮ জনের সশস্ত্র একটি ডাকাত দল ঘরের দরজা ভেঙ্গে বাড়ীর লোকজনদের জিম্মি করে ৮টি মোবাইল সেট ও নগদ দেড় লক্ষ টাকা সহ বিভিন্ন মুল্যবান জিনিসপত্র লুটপাট করে চলে যাওয়ার পথে তার দুই ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে কক্সবাজার উত্তর বন বিভাগের রিজার্ভ বনাঞ্চলে নিয়ে যায়।

এছাড়া গত শুক্রবার রাতে একই এলাকা থেকে তিন ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণকারী চক্রের হাত থেকে কৌশলে দুই ব্যক্তি পালিয়ে আসতে সক্ষম হলেও একই এলাকার আব্দু সালামের পুত্র তাজর মুল্লুক (৩০) কে ৬০ হাজার টাকা মুক্তিপনের বিনিময়ে উদ্ধার করে তার পরিবার।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2018 Bandarban Pratidin.com
Design & Developed BY CHT Technology