শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৮ অপরাহ্ন
অংগ্য মারমা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্টায় অন্যতম ভূমিকা রক্ষাকারী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পাঁচ সদস্যকে চাকরিচ্যুত প্রতিবাদে ও পেনশন এবং এককালীন অনুদানসহ সুযোগ সুবিধার দাবি নিয়ে খাগড়াছড়ি প্রেস ক্লাবে মঙ্গলবার সকাল ১০ টায় সংবাদ সম্মেলন করেন চাকুরিচ্যুত হিল আনসার ও পরিবার সদস্যরা।
এক সংবাদ সম্মেলনে চাকরিচ্যুত পরিবারের সদস্যদের লিখিত পাঠ করেন মো: আব্দুর সামাদ হাবিলদার ছেলে মো: ইদ্রিস আলী হিল আনসার সদস্যরা পেনশন ও এককালীন অনুদান ও সুযোগ সুবিধা দেয়ার দাবি জানিয়ে বলেন, নীতিমালার তোয়াক্কা না করে হঠাৎ করে বয়সের কারণ দেখিয়ে চাকরিচ্যুত করাটা কোন নিয়মের মধ্যে পড়ে না। তারা চাকরিচ্যুত করার প্রতিবাদ জানিয়ে কর্মস্থলে পূর্ণরায় কাজের অনুমতি ও পেনশন ও এককালীন অনুদানসহ সুযোগ সুবিধা দাবি জানান।
আনসার ও গ্রাম প্রতরক্ষা বাহিনীর খাগড়াছড়ি জেলা কমান্ড্যান্ট শফিকুল ইসলাম উর্ধ্বতন কর্মকর্তারা কোন নির্দেশনা ছাড়াই চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অন্যায়ভাবে চাকুরিচ্যুত করেছেন। ফেব্রুয়ারী মাসের তাদের মাসিক বেতন প্রদান করা হয়নিই বলে অভিযোগ করেন এবং চাকুরি মেয়াদ শেষ হয়েছে মর্মে নোটিশ দিয়ে হিল আনসার সদস্যদের অ-অঙ্গীভূত করা হয়। এবস্থায় চাকরিহীন পরিবারগুলোকে নানামূখী সমস্যা এবং মানবেতর জীবন যাপন করছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চাকুরিচ্যুত হিল আনসার ইমান আলী (পিসি),আবু তালেব (হাবিলদার), আ. সামাদ(হাবিলদার), আব্দুল কাদের (হিল আনসার), রুহুল আমিন (হিল আনসার) প্রমূখ।
সহ তাদের পরিবার সদস্যরা উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য , খাগড়াছড়ি , বান্দরবান, রাঙ্গামাটি সহ তিন পার্বত্য জেলাতে তৎকালীন বিরাজমান পরিস্থিতি সময়ে মোট ৬০০ হিল আনসার সদস্যকে নিয়োগ দেয় সরকার। তিন পার্বত্য জেলাতে অন্যান্য বাহিনীরদের সহায়ক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে এই বাহিনী সদস্যরা।
Leave a Reply