মোঃ শফিকুর রহমানঃ
বড়দুয়ারা ঘিলাতলী বায়তুশ শরফ জামে মসজিদের বার্ষিক সভা ও ইফলে ছরয়াব মাহফিল এবং ঘিলাতলী শাহ কতুবউদ্দিন ফোরকানিয়া মাদ্রাসা ও হেফজখানার ভিত্তি প্রস্তর করা হয়েছে। বার্ষিক সভা ও ইফলে ছরয়াব মাহফিল-২০২০ মসজিদ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। ঘিলাতলী এলাকাবাসীর সম্মিলিত আয়োজনে ও বায়তুশ শরফ জামে মসজিদ পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় এর আয়োজন করা হয়।
বুধবার বাদে জোহুর হতে গভীর রাত পর্যন্ত এই মাহ্ফিল চলে। মাহফিলে প্রধান অতিথি হিসেবে কোরআনের তাফসীর ও হাদীসের ব্যাখ্যা সহকারে দিক নির্দেশনামূলক হেদায়তী ওয়াজ ও নচিহত প্রদান করেন শরীয়াহ্ কাউন্সিল চেয়ারম্যান ওলীকূল সম্রাট বাহরুল উলুম বাইতুশ শরফ পীর আলহাজ্ব মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দিন ছাহেব(ম.জি,আ)।
কেরাণী হাট বাইতুশ মরফ জামে মসজিদের সাবেক খতিব আলহাজ্ব মাওলানা ইউনুছ নুরী এর সভাপতিত্বে মাহফিলে বিশেষ বক্তা হিসেবে আলোচনা পেশ করেন মাওলা কাজী শিহাব উদ্দীন সাহেব, বিশেষ বক্তা হিসেবে আরো তাকরীর পেশ করেন মাওলানা মুহাম্মদ নুরুল আলম ফারুকী, মাওলানা দিদারুল আলম আনসারী প্রমুখ।বার্ষিস সভা ও ইছালে ছওয়াব মাহফিলে সার্বিক ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন বড়দুয়ারা ঘিলাতলী বায়তুশ শরফ জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা আবুল মন্সুর সাহেব।
মাহফিলে বক্তারা বলেন, পবিত্র কোরআন হচ্ছে সমগ্র মানব জাতির জন্য মাহান আল্লাহ রাব্বুল আলামীনের পক্ষ থেকে পাঠানো একটি সংবিধান, এই কোরআনের মধ্যে ইসলাম যে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা মহান আল্লাহ তা প্রকাশ করেছেন। মাহফিলে হুজুর কেবলা বাইতুশ শরফ পীর সাহেব উপস্থিত সকলকে তাওবা পড়িয়ে বাইয়াত করান, বায়তুশ শরফ হুজুরের ভক্তরা হুজুরের বাইয়াত গ্রহণ করেন। এর পর ঘিলাতলী শাহ কতুবউদ্দিন ফোরকানিয়া মাদ্রাসা ও হেফজখানার ভিত্তি প্রস্তর করেন ওলীকূল সম্রাট বাহরুল উলুম বাইতুশ শরফ পীর আলহাজ্ব মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দিন ছাহেব(ম.জি,আ)।
পরিশেষে দেশ ও মানব জাতির কল্যানে বার্ষিক সভা ও ইছালে ছওয়াব মাহফিলে বিশেষ দোয়া ও নোমাজাত করা হয়।
Leave a Reply