রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫১ অপরাহ্ন
আব্দুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোঃ রাসেল ওরফে আব্বুইয়া (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার ভোররাত চারটার দিকে ঘুমধুম ইউনিয়নের পশ্চিমকুল পাহাড় পাড়ায় পোল্ট্রি খামার ঘরে এ ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি ওই গ্রামের আবদুর রহিমের ছেলে এবং পোল্ট্রি খামার ব্যবসায়ী।
ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওসি (তদন্ত) ইমন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পোল্ট্রি খামারে শিয়ালের আক্রমণ ঠেকাতে দেয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে এমন দুর্ঘটনা ঘটেছে। পুলিশ পৌছার আগেই দাফন কার্য সম্পন্ন করা হয়। নিহত যুবকের স্ত্রী রোকেয়া আক্তার এবং ২ ও ১ বছর বয়সী ২ ছেলে সন্তান রয়েছে।
Leave a Reply