শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০২:৩৫ পূর্বাহ্ন
রিমন পালিত,স্টাফ রিপোর্টারঃ
বান্দরবানে আওয়ামী লীগ নেতাকে হত্যার ঘটনায় ৪ জনকে রিমান্ডে আসামি করে কোর্টে প্রেরণ ও অজ্ঞাত নামা ১৫ জন এবং এজাহার মামলায় ১৩ জনকে আসামি করে মামলা করেন নিহত আওয়ামী লীগ নেতার স্ত্রী মেসা চিং মারমা।
আওয়মী লীগ নেতা হত্যাকাণ্ডের মূল আসামী ৪ জনকে রিমান্ডের আসামী করে কোর্টে প্রেরণ করে, আগামী ১৫ তারিখ তাদের রিমান্ডে দিন ধার্য করা হয়েছে।
এই বিষয়ে বান্দরবান পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার জানায়, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনা হবে এবং তাছাড়া অজ্ঞাত ব্যক্তিদের আটক করার জন্য অভিযান চলমান রয়েছে । তাদেরকে আটক করার জন্য গোয়েন্দা বিভাগ তৎপর রয়েছে এবং মাঠে গোয়েন্দা বিভাগের লোকজন কাজ করছে। সকল রকম তথ্য সংগ্রহ করার চেষ্টা চলছে।
গোয়েন্দা ও প্রশাসনিক বিভাগ আশা করছে খুব দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে, এ ধরনের কর্মকাণ্ড যাতে ভবিষ্যতে করতে না পারে তার জন্য বান্দরবান পুলিশ সর্বাত্নক সহযোগিতা করা হবে।
হত্যাকাণ্ডের পর থেকে বান্দরবানের প্রতিটা অলিগলিতে প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং দুস্কৃতিকারীরা ভবিষ্যতে যাতে এ ধরনের কোনো ঘটনা ঘটাতে না পারে তার জন্য পুলিশ প্রশাসন সদা তৎপর রয়েছে বলে বান্দরবান প্রতিদিনকে জানান।
Leave a Reply