শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০২:৫৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
পার্বত্য জেলা বান্দরবানে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অপহরণ ও হত্যার ঘটনায় পৃথক তিনটি মামলায় (জেএসএস) এর ১১জন নেতাকর্মীকে মোট ১৪ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন জেলা চীফ জুডিসিয়ল ম্যাজিট্রেটের (আমলী) আদালত।
আজ মঙ্গলবার ১১জুন মামলার তদন্তকারী কর্মকর্তারা আসামীদের রিমান্ডের আবেদন করলে বান্দরবান জেলা চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এর (আমলী) আদালতের বিচারক কামরুন নাহার এই পৃথক ৩ মামলায় মোট ১৪ রিমান্ডের আদেশ দেন।
মামলার নথি থেকে জানা যায়, গত (২২ মে) বান্দরবান পৌর আওয়ামী লীগ নেতা চথোয়াই মারমা হত্যার ঘটনায় সদর থানায় দায়ের করা জিআর ১৭৮/১৯ নম্বর মামলায় জনসংহতি সমিতি (জেএসএস) এর কেন্দ্রীয় সহ-সাংগঠিনক সম্পাদক কেএস মং মারমা, ক্যবা মং মার্মা, বাসিং মং মারমা, মেরুং মারমা, চাইহ্লা মারমাকে পাঁচ দিন রিমান্ড দেন। গত (১৮ মে) ক্যচিং থোয়াই মারমা হত্যার ঘটনায় জিআর ১৬৭/১৯ মামলায় নতুন জয় তংচঙ্গ্যা, দিপন তংচঙ্গ্যা, মিন থোয়াই অং মারমাকে পাঁচ দিন ও (৯ মে) জয়মনি তংচঙ্গ্যা হত্যা মামলায় দায়ের করা জিআর ১৫৪/২০১৯ মামলায় উচিং মং মারমা, মংতু মারমা ও উসাইনু মারমাকে চারদিন রিমান্ড মঞ্জুর করে (আমলী) আদালত।
Leave a Reply