রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
চন্দ্রঘোনার রাইখালী ইউনিয়নে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনগুলো। কাপ্তাই উপজেলার কারিগর পাড়া নামক স্থানে মংশৈনু মারমা(৪০) ও মো: জাহেদুল ইসলাম (২৪) দুই জনকে গুলি করে হত্যার ঘটনায় হরতাল ডেকেছে উপজেলা আওয়ামীলীগ।
এ সময় কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুইছাইন ও সা: সম্পাদক থোয়াইচিং মারমা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
হরতাল চলাকালীন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুইছাইন বক্তব্যে বলেন, অতিসত্বর ঘটনার মূল আসামীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে। তা নাহলে অর্নিদিষ্ট কালের জন্য হরতাল দেয়া হবে।
এদিকে হত্যার ঘটনার সত্যতা স্বীকার করে নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান সায়ামং মারমা।
তবে স্থানীয়দের বক্তব্যে জানা যায়, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।
ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার ছুফিউল্লাহ ও চন্দ্রঘোনা থানার ওসি মো: আশরাফুল জানান, লাশগুলো ময়না তদন্তের পরেই আইনী ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত; গত ৪ ফেব্রুয়ারী রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের কারিগর পাড়ায় অজ্ঞাতনামা সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছে মংশৈনু মারমা(৪০) ও মো: জাহেদুল ইসলাম (২৪) দুই যুবক। পাড়ার একটি চায়ের দোকানে চা খেয়ে আড্ডা দেয়ার সময় অর্তকিত হামলায় এ দুইজন নিহত হয়।
Leave a Reply