বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৭:২৩ পূর্বাহ্ন
অংগ্য মারমা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির গুইমারা উপজেলা ছাত্রলীগ সভাপতি সাগর চৌধুরীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার রাতে মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিহত পিংকি রায় চৌধুরীর(২৫) মৃতদেহ রেখে শ্বশুড়বাড়ির লোকজনসহ নিহত স্বামী সাগর চৌধুরী পলাতক রয়েছে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়।
মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আনিসুল হক জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে একটি সিএনজি অটোরিকশায় করে একজন নারীসহ চার থেকে পাঁচজন লোক মিলে পিংকি নামের ওই গৃহবধূকে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে আমরা বুঝতে পারি গৃহবধূকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে । পরে তারা কৌশলে পালিয়ে যান। এরপর সঙ্গে সঙ্গে পুলিশে বিষয়টি জানানো হয়।
নিহত পিংকির মাথা, মুখ, হাতসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে। বর্তমানে তার মরদেহটি মাটিরাঙ্গা থানা হেফাজতেই রয়েছে।
গুইমারা থানার ওসি(তদন্ত) সফিকুর ইসলাম জানান, স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। তাদের আটকের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।
গুইমারা উপজেলার দার্জিলিং টিলার বাসিন্দা নিরঞ্জন চৌধুরীর ছেলে সাগর চৌধুরীর সাথে একবছর আগে বিয়ে হয় ফেণীর মুন্সীরহাট এলাকার পিংকি রায়ের। বিয়ের পর থেকে মাদক সেবন করে প্রায় তার ওপর শারীরিক নির্যাতন করত সাগর চৌধুরী। শনিবার বিকেলেও পিংকি রায়কে মারধর করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
Leave a Reply