বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৯:০১ পূর্বাহ্ন
সরওয়ার কামাল মহেশখালীঃ
মহেশখালী থানা পুলিশের অভিযানে মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের উত্তরকুল বাইতুল ইজ্জত জামে মসজিদের সামনে ২০০লিটার দেশি মদ, একটি টমটম গাড়ী সহ ৩ জন দেশি মদ ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ ।
মহেশখালী থানার এ এস আই জহিরুল হকের নেতৃত্বে একদল পুলিশ ৬ ই অক্টোবর রাত ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে ৩ জন দেশি মদ ব্যবসায়ীকে কে আটক করে এবং তাদের বহনকৃত টমটম গাড়ীটি জব্দ করেন। গ্রেফতারকৃত আসামীরা হলেন- উত্তর সিপাহী পাড়ার জানে আলীর পুত্র সৈয়দুল করিম,পশ্চিম সিপাহীর পাড়ার মোঃ ছিদ্দিকের পুত্র নাজির হোসেন,দেবাঙ্গা পাড়ার আব্দুর রশিদের পুত্র মোঃ শাহেদ কালু । তাদের বিরুদ্ধে মহেশখালী থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু হয়েছে।
এব্যাপারে মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন,মাদক ব্যবসায়ীদের ধৃত করতে পুলিশের অভিযান অব্যহত থাকবে। অপরাধী যেই কেউ হোক কাউকে ছাড় দেওয়া হবে না।
Leave a Reply