শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১১:১১ অপরাহ্ন
সরওয়ার কামাল মহেশখালী প্রতিনিধি:
মহেশখালী উপজেলা ছোট মহেশখালীতে শাপলাপুর আলিম মাদ্রাসার ৫ দাখিল পরিক্ষার্থীসহ ৮ জন অপহরণ হয়েছে । মহেশখালী থানা পুলিশের অভিযান ও স্থানীয়দের সহায়তায় অপহরণের ৬ ঘন্টাপর ৮ জনকে উদ্ধার করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শাপলাপুর আলিম মাদ্রসার ৫ দাখিল পরিক্ষার্থী পৌরসভার বানিয়ার দোকান এলাকায় ভাড়া বাসায় থেকে পরিক্ষা দিচ্ছে। ইতিমধ্যে ৫ জনের মধ্যে কলি আক্তার নামে জনৈক ছাত্রীর সাথে ছোট মহেশখালীর আজম নামে এক ছেলের সাথে প্রেমের সম্পর্ক থাকার সুবাদে প্রেমিকের অনুরোধে দাওয়াত খেতে ৬ পরিক্ষার্থী সহ বাসার মালিক পারভিন ও তার শিশুপুত্রসহ ৮ জন ১২ ফেব্রুয়ারী রাত ৯ টার দিকে ছোট মহেশখালী আসাদতলী সংলগ্ন এলাকায় যায়। কথিত প্রেমিকসহ কয়েকজন যুবক তাদের পাহাড়ের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে কয়েকজন ছাত্রী চিৎকার করে। চিৎকারের শব্দ পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় ৫ ছাত্রী, এক শিশুসহ ৬ জনকে উদ্ধার করলেও ১ছাত্রীকে পাহাড়ের দিকে নিয়ে যায় অপহরণকারীরা। পরে মহেশখালী থানা পুলিশের সাঁড়িশি অভিযানে ছাত্রী সহ আট জনকে উদ্ধার করতে সক্ষম হয়।
মহেশখালী থানার ওসি (তদন্ত) সফিকুল আলম জানান, শাপলাপুরের ৫ ছাত্রী বানিয়ার দোকান এলাকায় পারভিনের বাড়ীতে ভাড়া থেকে পরীক্ষা দিচ্ছে। কলি আক্তার নামে এক ছাত্রীর সাথে আজম নামে এক ছেলের প্রেমের সম্পর্ক রয়েছে। কলি আক্তার প্রেমিক কে ফুফাতো ভাই উল্লেখ করে। ৫ ছাত্রী, বাসার মালিক পাশ্ববর্তী এক ছাত্রীসহ ৮ জন পাহাড়ি পথ বেয়ে প্রেমিকের কথামত যাচ্ছিল। এমন সময় অন্যদের সন্দেহ হলে কয়েকজন ছাত্রী চিৎকার দিলে স্থানীয় লোকজন ও পুলিশের সাঁড়িশি অভিযানে ৬ ঘন্টার ব্যবধানে তাদের কে উদ্ধার করতে সক্ষম হয়।
Leave a Reply