সরওয়ার কামাল, মহেশখালী সংবাদদাতাঃ
মহেশখালী উপজেলা ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিনকূল এলাকায় সন্ত্রাসীদের হামলায় যুবক নিহত। নিহত যুবকটি মো. ইদ্রিসের পুত্র , আব্দুল কাদের (২৫) বলে এলাকা সূত্রে জানা গেছে। ২১ই জানুয়ারী দিবাগত রাত অনুমান সাড়ে ৪টার সময় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
সূত্রে জানা যায়, পূবশক্রুতার জেরধরে ২১ ই জানুয়ারী সন্ধ্যা সাড়ে ৪টার দিকে দক্ষিনকূল নামকস্থানে ওত পেতে থাকা চিহ্নিত সন্ত্রাসী ইউনুছ গং এর নেতৃত্বে অতর্কিত ভাবে উপর্যপুরী দায়ের কোপে আব্দুল কাদের কে গুরুতর আহত করে। আহত আব্দুল কাদের কে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাত অনুমান সাড়ে ৪টার সময় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
নিহতের পিতা মো. ইদ্রিস বাদী হয়ে ইউনুছ কে প্রধান করে ইছহাক, আরিফ প্রকাশ আব্বাস, ছৈয়দ মিয়া, লুতু মিয়া, শাকিলা আক্তার, সোনা খাতুন ও বুলবুল আক্তার সহ ১০ জন কে আসামী করে মহেশখালী থানায় মামলা দায়ের করে।
এ ব্যাপারে মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, সন্ত্রাসী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবেনা অপরাধীদেরকে শীঘ্রই গ্রেপ্তার করে আইনের আওতাই আনা হবে।
Leave a Reply