জাতির জনক বঙ্গবন্ধুর ১শ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে ৪র্থ তম জাতীয় জুজুৎসু প্রতিযোগিতা ২০২১ এর চ্যাম্পিয়ন হয়েছে বান্দরবানে লামা উপজেলার মহামুণি শিশু সদন ও মর্ডাণ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। রার্নাস আপ হয়েছে চাঁপাইনবাবগঞ্জ।
সম্প্রতি গত ১১ ডিসম্বর বাংলাদেশ জুজুৎসু এসোসিয়েশন ব্যবস্থপনায় রাজধানী’র হ্যান্ডবল স্টেডিয়ামের এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এসময় লামা উপজেলার মহামুণি শিশু সদন ও মডার্ণ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা ২০টি সোনা, ১৪টি রুপা ও ২২ টি সিলভার পেয়ে জুজুৎসু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বলে বান্দরবান কোচ সিংমং জানিয়েছেন।
প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে ক্রীড়া বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এম.পি। অনুষ্ঠানে পাবনা জেলা সংসদ সদস্য ও জুজুৎসু এসোসিয়েশনের সভাপতি গোলাম ফারুক প্রিন্স এর সভাপতিত্বের বিশেষ অতিথি ছিলেন, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম নিউটন।
বান্দরবান কোচ সিংমং জানিয়েছেন, শিক্ষার পাশাপাশি শারিরীক শিক্ষা ও বিভিন্ন খেলাধুলা শিক্ষার্থীদের একটি বিরাদ অংশ। বিভিন্ন খেলাধুলা একজন শিক্ষার্থীকে মেধা বিকাশ ও মাদকাসক্ত থেকে মুক্ত রাখতে সহায়তা করে। সেই লক্ষ্যে লামা উপজেলা মহামুণি শিশু সদন ও মর্ডাণ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের গড়ে তুলা হচ্ছে। আজকের তারই একটা প্রাপ্তি অংশ।
Leave a Reply