শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:২২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
বান্দরবান পার্বত্য জেলা জাতীয় পার্টির দ্বি-সন্মেলন ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। সন্মেলনে ১শ ১১জন বিশিষ্ট জাতীয় পার্টি বান্দরবান জেলা কমিটির ঘোষনা করা হয়, সভাপতি ক্যশৈ অং এবং সাঃ সম্পাদক শওকত জামান মিশুক।
আজ ১ অক্টোবর সোমবার সকালে ক্যশৈ অং বাড়ির প্রাঙ্গনে দ্বি-সন্মেলন অনুষ্ঠিত হয় । সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সভাপতি চট্টগ্রাম মহানগর ও প্রেসিডিয়াম সদস্য,কেন্দ্রীয় কমিটি আলহাজ্ব মোঃ সোলায়মান আলম শেঠ্, সভাপতিত্ব করেন, ক্যশৈ অং জাতীয় পার্টি বান্দরবান পার্বত্য জেলা এবং সঞ্চালন করেন,শওকত জামান মিশুক। সাতটি উপজেলা থেকে নেতা কর্মীরা এই সন্মেলনে যোগদান করেন।
সন্মেলনে প্রধান অতিথি আলহাজ্ব মোঃ সোলায়মান আলম শেঠ্ বলেন, পার্বত্য এলাকায় পাহাড়ীদের উন্নয়নের চাকা ঘুরিয়েছে এরশাদ সরকার। স্থানীয় জেলা পরিষদ,উন্নয়নবোর্ড এবং বিনা শর্তে পাহাড়ীদের সরকারী চাকুরী সুযোগ করে দিয়েছে । পার্বত্য এলাকায় আসলে এখনো এরশাদ সরকারের উন্নয় দেখা মেলে। তাই আগামী সংসদ নির্বাচনে এরশাদ সরকারকে ফিরিয়ে আনতে হলে, বান্দরবানে এমপি প্রার্থী ক্যশৈ অংকে বিপুল ভোটে জয়ী করতে হবে। আগামী সংসদ নির্বাচনে বান্দরবান থেকে জাতীয় পার্টি পক্ষ থেকে এমপি প্রার্থী ক্যশৈ অং কে চুড়ান্তভাবে মনোনীত করেছে হুসেন মোহাম্মদ এরশাদ।
সভাপতি ক্যশৈ অং বলেন, বিশ বছর ধরে জাতীয় পার্টি এরশাদ সঙ্গে যুক্ত আছি, ভবিষ্যতেও থাকবো। ধন্যবাদ জ্ঞাপন করেন হুসেন মোহাম্মদ এরশাদকে জাতীয় নির্বাচনে এমপি প্রার্থী মনোনীত করার জন্য। আপনারা সিদ্ধান্ত নিবেন কাকে ভোট দিলে পাহাড়ে শান্তি ফিরিয়ে আসবে। বর্তমানে বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে কর্মরত যারা আছেন তাদেরকে বাড়ী থেকে দেকে নিয়ে এরশাদ সরকার চাকুরী দিয়েছে। সেই উপকার ভুললে চলবে না, যদি উন্নয়ন দেখতে চান তো লাঙ্গল মার্কায় ভোট চায়। বিভিন্ন সমস্যা থাকবে, সমাধান করার দায়িত্ব সাধারণ জনগণ।
Leave a Reply