শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১১:০৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয় সমাজকল্যাণ পরিষদ এর মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি জাতিসত্ত্বা ও ক্ষুদ্র সম্প্রদায়ের জাীবন মান উন্নয়নের জন্য ২০১৭-২০১৮ অর্থ বছরের আর্থিক অনুদান দেয়া হয়েছে। প্রতিজনকে ৪ হাজার করে ৯০ জনকে নগদ অর্থ প্রদান করা হয়। মোট ৫১৭ জনকে ২০ লাখ ৬৮ হাজার অর্থ প্রদান করা হবে।
আজ মঙ্গলবার ২০ নভেম্বর দুপুরে রোয়াংছড়ি উপজেলা পরিষদে নগদ অর্থ অনুদান অনুষ্ঠানে সভাপতিত্ত করেন, মিলটন মুহুরী উপ-পরিচালক সমাজসেবা অধিদফতর বান্দরবান। প্রধান অতিথি হিসেনে উপস্থিত ছিলেন, কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, সদস্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, শফিকুল ইসলাম উপত্তাবধায় সরকারি শিশু পরিবার কালাঘাটা বান্দরবান, থুইয়ই চিং মারমা প্রশাসনিক কর্মকর্তা ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পিছিয়ে পরা ক্ষুদ্র নৃ-গোষ্ঠি জাতিসত্ত্বাদেরকে আর্থিকভাবে সাবলম্বি হওয়ার জন্য এই অুনদান দেয়া হচ্ছে। এই অর্থের দারা বিভিন্ন পশু পাখি পালনের উদ্যেগী হওয়ার পরামর্শ প্রদান করেন। যাতে এই অর্থগুলো সঠিক কাজে ব্যবহার করা হয়। চার হাজার টাকা কিছুই না, তরাপরও যাদের নেই তাদের চল্লিশ হাজার টাকার সমান।
উপ-পরিচালক মিলটন মুহুরী বলেন, পিছিয়ে পরা ক্ষুদ্র জনগোষ্ঠিদের আর্থিক সাবলম্বি হওয়ার জন্য এই অর্থ প্রদান করা হয়েছে। এর পাশা পাশি যারা ডিগ্রি ও ইউনির্ভাসিটি পড়ুয়া আছেন তাদেরকে জন প্রতি ৪ হাজার করে ২৪ জনকে নগদ অর্থ প্রদান করা হবে। আজ ৯০ জনকে এই অর্থ প্রদান করা হয়েছে। পর্যায় ক্রমে প্রত্যেক উপজেলায় এই অর্থ প্রদান অনুষ্ঠিত হবে।
প্রধান অতিথি কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা বলেন, বর্তমান সরকার উন্নয়নের উপর বিশ্বাস করেন। তাই বিধবা ভাতা, বয়স্ক ভাতা, ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি চালু করা হয়েছে। পিছিয়ে পরা জনগোষ্ঠিদের বিভিন্ন রকম অর্থ সহায়তা করে চলচ্ছে। তাই এই অর্থগুলো সঠিক কাজে লাগাতে হবে যেমন হাঁস-মুরগী, ছাগল,শুকর এসব গৃহপালিত পশু ক্রয় করে পুজি বাড়াতে হবে। এভাবে বাড়বে জাীবনের মান উন্নয়ন।
Leave a Reply