শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০১:৪৯ পূর্বাহ্ন
রিমন পালিত:
২১জুন বান্দরবানে খালেদা জিয়ার মুক্তির দাবীর আন্দোলনকে কেন্দ্র করে দায়েরকৃত মামলায়, বান্দরবান জেলা জজ আদালত আজ ৩০শে জুলাই সোমবার জামিন পেলেন বান্দরবান জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ মিসেস মাম্যাচিং এবং জেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক সফল মেয়র জনাব জাবেদ রেজা।
এই সময় আনন্দ মুখর পরিবেশে সকল নেতা ও নেএীবৃন্দ জেলা বিএনপির ২ নেতাকে ফুলেন শুভেচ্ছা দিয়ে গ্রহন করেন । তাদের আশা করেন সামনে নির্বাচনকে সুষ্ট সুন্দর পরিবেশে রুপ দিতে এইবার বান্দরবান জেলা বিএনপির সকল নেতা ও নেএীবৃন্দ এক সাথে কাজ করে যাবেন । বিএনপি নেএী খালেদা জিয়াকে অচিরে জেল থেকে মুক্ত করে, বাংলাদেশের জনগণের পাশে দেখতে চায়।
Leave a Reply