শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান আসনে বিএনপির মনোনীত দুই প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে। আজ রবিবার সন্ধ্যায় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তারা দুই জন দলীয় প্রার্থী সাচিংপ্রু জেরিকে সমর্থন জানিয়ে রির্টানিং অফিসারের নিকট আবেদন করে এসব মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এরা হলেন- জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং এবং মহিলা দলের সাধারণ সম্পাদিক উম্মে কুলছুম সুলতানা লীনা।
বিষয়টি নিশ্চিত করে জেলা রির্টানিং অফিসার মো: দাউদুল ইসলাম জানান, মনোনয়নপত্র জমাদানকারী পাঁচ প্রার্থীর মধ্যে দু’জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বান্দরবান ৩০০নং সংসদীয় আসনে এখন প্রার্থী হচ্ছেন তিন জন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা জানান, বিএনপি থেকে বান্দরবান আসনে দলীয় ভাবে তিনজনকে মনোনয়ন দেয়া হয়। বিএনপির চূড়ান্ত প্রার্থী কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সাচিং প্রু জেরীকে সমর্থন জানিয়ে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী অন্য দুইজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
Leave a Reply