বুধবার, ১৪ এপ্রিল ২০২১, ০৭:১০ অপরাহ্ন
বাপ্র নিউজ ডেস্কঃ
শুক্রবার থেকে আজ রবিবার একুশে ফেব্রুয়ারী টানা ছুটিতে বান্দরবান পর্যটন স্পটগুলোতে পর্যটকদের ঢল নেমেছে।
মেঘলা,শৈলপ্রপাত, নীলাচল,নীলগিরিতে পর্যটকদের ভীর দেখার মত। গতকাল শুক্রবার রোয়াংছড়ি দেবতা কুমে পর্যটকদের ঢলে স্থানীয় গাইডরা সামাল দিতে হিমশিম খেয়েছে বলে স্থানীয় ডাইডরা জানিয়েছে।
আজ রবিবার বিভিন্ন পযর্টন স্পট ঘুড়ে দেখা গেছে, বান্দরবান শহরে ধুকার মুখে বাসস্টেশন এলাকায় লম্বা লাইনে গাড়ির জ্যামে পড়েছে। মেঘলা থেকে পর্যটন পুলিশ এলাকার প্রধান সড়কে পর্যটকদের বাস থেমে রয়েছে। পর্যটন স্পটগুলোর ধুকার মুখে গাড়ির পার্কিং লাইন শেষ হচ্ছে না।
পর্যটকদের ঢলে বান্দরবানে ব্যবসা বাণিজ্যও রুজি রোজগার দ্বিগুণ বেড়েছে। করোনায় দীর্ঘ দিনের ব্যবসা বাণিজ্য মন্ড থাকায় , মন্ডা কাটিয়ে উঠতে শুরু করেছে বলে ব্যাসায়ীরা জানান।
বান্দরবান মেঘলা ক্যামে বাবুল বলেন, আজ পর্যটকের ঢল নেমেছে। তবে গতকাল শুক্রবার আজকের চেয়ে আরও বেশি পর্যটক ছিল, কাজের ব্যবস্ততার কারনে গতকাল দুপুরের ভাত খেয়েছি বিকাল ৫টায় আর রাতের খাবার খেয়েছি রাত ১১টায়। ব্যবসা ভালো হচ্ছে।
বান্দরবান হোটেল মোটেল মালিক সূত্রে, টানা বন্ধ থাকায় অনেক আগে থেকে হোটেল গুলো বুকিং হয়ে গেছে। আজকেও অনেক পর্যটককে রুম বুকিং দিতে পারিনি। আশা করছি অর্থনৈতিন মন্ডা কাটিয়ে উঠতে পারবো।
বান্দরবান পুলিশ সুপার জেরিন আখতার বলেন, পর্যটকদেরকে নিরাপত্তা দিতে পুলিশ কাজ করছে। সেই সাথে পর্যটন স্পট গুলোতে ট্যুরিস্ট পুলিশ রয়েছে। টানা ছুটি পাওয়ায় বান্দরবানে পর্যটকদের ঢল নেমেছে।
Leave a Reply