শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
বান্দরবানে টানা পাঁচ দিনে ভারী বর্ষণ অব্যাহত থাকায় শঙ্খ নদীর পানি বিপদ সীমার দিকে প্রভাবিত হচ্ছে। প্লাবিত হয়েছে শহরে নিম্নাঞ্চল এলাকাগুলো এবং পানি বন্দি কয়েক হাজার মানুষ। এসব এলাকার লোকেরা নিরাপদ স্থানে সরিয়ে গেছে।
বান্দরবানে বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে হাল্কা বা মাঝারি ধরনের বৃষ্টি থেমে থেমে পড়ছে। সেই সাথে উজানের পাহাড়ি ঢলে পানি বাড়তে শুরু করায় মধ্যম পাড়া, উজনী পাড়া, বাজার এলাকা, ইসলামপুর, আর্মি পাড়া, ক্যচিং ঘাটা, বালাঘাটা এসব এলাকায় নদীর কিনারে থাকা বাড়িগুলো পানি বন্দি হয়েছে।
স্থানীয় প্রশাসন পাহাড়ে পাদদেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে যেতে বলা হচ্ছে এবং সর্তক বার্তা দেয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে ৭ উপজেলায় ১২৬টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে তাদেরকে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বান্দরবান জেলা প্রশাসক দাউদুল ইসলাম জানান, ইতোমধ্যে পাহাড় ধ্বসের ঝুকিতে বসবাসকারী অনেক পরিবারকে আশ্রয় কেন্দ্রে সড়িয়ে নেয়া হয়েছে। এছাড়া এখনো পর্যন্ত কোথাও কোন বড় ধরনের দূর্ঘটনার খবর পাওয়া যায়নি। যেকোন পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন তৎপর রয়েছে। তথ্য আদান প্রদানের ২৪ ঘন্টার মনিটরিং সেল খোলা হয়েছে।
Leave a Reply