শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩, ০৫:০৪ অপরাহ্ন
রিমন পালিত,স্টাফ রির্পোটারঃ
অজানাকে জানার জন্য অচেনাকে চেনার জন্য মনের শক্তিতে বিশ্বাস রেখে ৬৪ জেলা ভ্রমনের লক্ষে সাইকেল নিয়ে বেড়িয়ে পড়েছে ঠাকুরগাও জেলার এক তরুন যুবক। লক্ষ্য একটায় দেশী পণ্য বেশী বেশী কর, করি ব্যবহার। এদেশ তোমার আমার দেশের অর্থ করী সঠিক কাজে ব্যবহার, এদেশ তোমার আমার। আজ হই সচেতন,পরিস্কার পরিচ্ছন্ন জীবন যাপন ও সুন্দর হোক সবার মন। এই ম্যাসেজটি পৌছে দিচ্ছে ৬৪ জেলায় ।
বাংলাদেশের রাষ্ট্রীয় , সামাজিক, ও জনকল্যানে বাস্তবায়িত ও নির্মিত স্থান দর্শন এবং দেশের ৬৪ জেলার বিভিন্ন দর্শনীয় স্থান সর্ম্পকে জানা ও জ্ঞান অর্জন করা ।
২ এপ্রিল ২০১৮ নিজ জেলা ঠাকুরগাঁও থেকে সাইকেল ভ্রমনে বের হয় মো: আহসান হাবিব (২৯) নামে এই যুবক । পরিবারের ৬ ভাই বোনের মধ্যে তিনি ২য় , তার পরিবারের স্ত্রী ও ১ মেয়ে রয়েছেন । ঠাকুরগাঁও জেলার রানী শংকৈল পেীরসভার ভান্ডার গ্রামে তার বাড়ি ।
২ এপ্রিল থেকে টানা ৬০ দিন ধরে সাইকেল চালিয়ে ঘুড়তে ঘুড়তে তিনি ৪৪তম জেলা হিসাবে বান্দরবানে পৌছেন । আজ তিনি বান্দরবানের মেঘলা পরির্দশন করে কক্সবাজারের উদ্দেশ্যে যাএা করবেন ।
তার এই সাইকেল চালিয়ে ভ্রমনের উদেশ্য জানতে চাইলে তিনি জানান, তার মনে ছোট বেলা থেকে স্বপ্ন ছিল বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমন করবেন কিন্তু আর্থিক সমস্যার কারনে তিনি তা পারছেন না । তাই চিন্তা ধারা পরিবর্তন করে মনের শক্তিকে বুকে ধারন করে বেরিয়ে পরেন সাইকেল নিয়ে।
তিনি আরো জানান, আমার ছোট বেলা থেকে মনের মধ্যে পালিত স্বপ্ন আমি পূরন করবো আল্লাহ যদি সুস্থ রাখেন তাহলে আমি ৬৪ জেলা ভ্রমন করে আমার জেলায় ফিরবো। তাই এই স্বপ্ন পূরনে তিনি সকলের দোয়া ও আল্লাহর রহমত কামনা করেন ।
মনের সাহস আর প্রবল ইচ্ছে শক্তি থাকলে যে কোন কঠিন কাজে অবশ্যই সফল হওয়া যায় ।
Leave a Reply