রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৫ অপরাহ্ন
শেখ ইমতিয়াজ কামাল ইমন;রাঙামাটি:
রাঙামাটির নানিয়ারচরের বেতছড়িতে বাঙ্গালী গাড়ি চালক সজিব হত্যাকারীদের গ্রেফতার ও অপহৃত তিন বাঙ্গালীকে উদ্ধারের দাবিতে আগামী ৭ ও ৮ই মে তিন পার্বত্য জেলায় টানা ৪৮ ঘন্টা হরতালের ডাক দিয়েছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ।
সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাহাদাৎ হোসাইন সাকিব ও রাঙামাটি জেলা কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম।
তারা জানান, ৩ মে শুক্রবার দুপুরে উপজাতীয় সশস্ত্র সংগঠনগুলোর হাতে নির্মমভাবে নিহত হওয়া বাঙ্গালী গাড়ি চালক সজিব এর হত্যাকারিদের গ্রেফতার ও মহালছড়ি থেকে অপহৃত তিন বাঙ্গালীকে উদ্ধারের দাবিতে আগামীকাল রোববার তিন পার্বত্য জেলায় কালো পতাকা উত্তোলন করা হবে। এরপরের দিন সোমবার এবং মঙ্গলবার পার্বত্য চট্টগ্রামে টানা ৪৮ঘন্টার হরতাল কর্মসূচী পালন করার সিদ্ধান্ত নিয়েছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ। কেন্দ্রীয় সভাপতি জানান, এই কর্মসূচী চলাকালীন সময়েও যদি কোনো প্রকার অগ্রগতি না হয় তাহলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচী নিয়ে পাহাড়ের রাজপথে নামবে বাঙ্গালী ছাত্র পরিষদের নেতাকর্মীরা।
Leave a Reply