বান্দরবানের থানচি সরকারী উচ্চ বিদ্যালয়ের ২০২১-২২ অর্থ বছরের এসএসসি উর্ক্তিন্ন পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত শিক্ষার্থী সংনং ম্রো পেল গনসংবর্ধনা ও উচ্চ শিক্ষার জন্য নগদ অর্থ প্রদান করেছে।
সোমবার ২৩ জানুয়ারী দুপুরে থানচি সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের উদ্যোগের ২০২৩ সালে শিক্ষার্থীদের বরণ, ২০২২ সালে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের গনসংবর্ধনা বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।
গণসংবর্ধনা শেষে সংনং ম্রো জানান, ৮ম শ্রেণির শেষ করে ৯ম ও দশম শ্রেণিতে পড়তে প্রচুর টাকা প্রয়োজন হলে মা আমাকে পড়াইতে পারবেনা বলে জানাই। বিদ্যালয়ে অফিস সহকারী উনুয়ী মারমা আমাকে বলেন তাঁর বাড়ীতে থেকে আমি যতদুর পড়তে চাই ততদুর পর্যন্ত লেখা পড়াসহ খাওয়া খরচ চালানো কথা বলে আমি রাজি হয়ে আজ এসএসসিতে জিপিএ ৫ অর্জন করতে পেরেছি। সেই সাথে বিদ্যালয়ের সমস্ত শিক্ষকরা আমার পাশে ছিলেন। আমাকে পড়াশোনার ব্যাপারে নানা ভাবে সহযোগিতা করেছে। উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে একজন ব্যাংকার হিসেবে হতে চাই।
গনসংবর্ধনা আলোচনা সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ সভাপতিত্ব করেন। উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা প্রধান অতিথি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা: আবুল মনসুর, ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো; ওয়াহিদুজ্হামান মুরাদ, প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, মৈত্রি শিশু সদনের পরিচালক ভদন্ত ইউহারা থের, বলিপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল গনিসহ সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিরা সংনং ম্রোকেন উচ্চ শিক্ষার জন্য নগদ ৫ হাজার টাকা ও সম্মাননা ক্রেস তুলে দেন।
Leave a Reply