নিজস্ব প্রতিবেদকঃ
বান্দরবানের থানচি-বান্দরবান সড়কের জীবন নগরে চাঁদের গাড়ি খাদে পড়ে ২ নিহত ও চারজন আহত হয়েছেন। সোমবার (১৭ জুন) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বান্দরবান-থানচি সড়কের জীবন নগর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানান, বান্দরবান-থানচি সড়কের জীবন নগর এলাকায় একটি চাঁদের গাড়ি খাদে পড়ে থানচি বলি বাজারের মুসলিম পাড়া এলাকার আবুল কালাম (৪৫), বলি পাড়া ইউনিয়নের ভরত চন্দ্র পাড়া এলাকার বাসিন্দা সন্তোষ চাকমা (কালা মরদ) (৩৮), নামে দুই ব্যক্তি ঘটনাস্থলে নিহত হয়েছে এবং এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন।
এদিকে, দুর্ঘটনার স্থানটি বান্দরবান শহর থেকে দূরে ও দুর্গম এলাকা হওয়ায় ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে না পারলেও স্থানীয় এলাকাবাসীরা নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার ফরহাদ উদ্দিন জানান, সন্ধ্যা ছয়টার দিকে বান্দরবান-থানচি সড়কের জীবন নগর এলাকায় একটি চাঁদের গাড়ি খাদে পড়ে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন আহত ব্যক্তিদের বান্দরবান সদর হাসপাতালে আনা হচ্ছে।
থানচি থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম বলেন, উপজেলার জীবন নগর এলাকায় একটি চাঁদের গাড়ি পাহাড়ি গভীর খাদে পড়ে ২ জন শ্রমিক নিহত হয়েছে এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন তাদের উভয়কে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply