শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:২৭ অপরাহ্ন
র্যামবো ত্রিপুরা, থানচিঃ
সারা দেশের ন্যায় আজ ২ নভেম্বর শনিবার সকালে বান্দরবানের থানচি উপজেলা ৪৮তম জাতীয় সমবায় দিবস-২০১৯ উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ আয়োজনের উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
এ বছর প্রতিপাদ্য হচ্ছে, ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমবায় শক্তি, সমবায় মুক্তি এই স্লোগান নিয়ে, অববোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ গড়ার প্রত্যয়ের ২০ টি সমবায় সমিতি তাদের নিজস্ব ব্যানারে বিভিন্ন গুরুত্বপূর্ন স্থান প্রদক্ষিণ করে র্যালি বের হয়ে উপজেলা পরিষদ কার্যালয়ে শেষ হয়। তারপর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুল হক মৃদুল সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, থোয়াই হ্লামং মার্মা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন, উপজেলা সমবায় অফিসার নূর মোহাম্মদ, কাঠ ও বাঁশ শ্রমজীবি সমবায় সমিতি সভাপতি মালিরাম ত্রিপুুরা, থানচি বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সভাপতি আপিংমং র্মামা ও যানবাহন ও মোটর মালিক সমবায় সমিতি সাধারণ সম্পাদক মো: আবু সামা প্রমুখ।
প্রধান অতিথি বক্তব্যের বলেন, থানচিতে বিভিন্ন পেশার মানুষের ২০ টি সমবায় সমিতি রয়েছে। নিজেদের মধ্যে সমান ভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন। সবাই যদি সমান ভাবে কাজ করলে থানচি উপজেলা আর পিছিয়ে থাকবেনা। সরকার সাসটেইনেবল ডেভলপম্যান্ট গোল্ড বাস্তবায়নের লক্ষে অক্লান্ত পরিশ্রম করেই চলেছে। দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। কাজেই সকলকেই এগিয়ে আসতে হবে।
Leave a Reply