বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৯:৪২ পূর্বাহ্ন
র্যামবো ত্রিপুরা;থানচি (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের থানচিতে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ বলীপাড়া উপ-আঞ্চলিক শাখা আয়োজনের নিবেদিতা কুমারি মারিয়া ধর্মপল্লীর হল রুমে আজ (শুক্রবার) বার্ষিক সাধারণ সভা’২০১৯ খ্রী: অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন, বানার্ড ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ বলীপাড়া উপ-আঞ্চলিক শাখা সভাপতি। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ত্রিপুুুরা কল্যাণ সংসদ বান্দরবান জেলা আঞ্চলিক শাখা সভাপতি ও ইউএনডিপি জেলা ম্যানাজার এ্যাড. খুশিরায় ত্রিপুরা। বিশেষ অতিথি হিসাবে আছেন, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ বান্দরবান জেলা আঞ্চলিক শাখা সাধারণ সম্পাদক সুকান্ত ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক ফিলিপ বলিরাম ত্রিপুুরা, উপদেষ্টা যোগেশ ত্রিপুরা, পিতর ত্রিপুরা, সাবেক সভাপতি ও ক্যচু পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরাম ত্রিপুরা ও সাবেক উপদেষ্টা বাদুরাং ত্রিপুরা প্রমুখ।
বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি বলেন, দেশের বসবাসরত ত্রিপুুরা জনগোষ্ঠির তিন পার্বত্য জেলা ছাড়াও কুমিল্লা, সিতাকুন্ডতে ত্রিপুরাদের বসবাস। ত্রিপুরাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, পোষাক ও প্রথাসিদ্ধ রীতিনিতি রয়েছে। কিন্তু কালক্রমে আধুনিক জীবন যাপনের ফলে এখন নিজেদের পোষাক পরিচ্ছদ, ভাষা, রীতিনিতি গুলো হারিয়ে যাচ্ছে। তাই নিজেদের রীতিনিতিকে সংরক্ষন ও যথাযথ ব্যবহার করার আহব্বান জানান তিনি ।
Leave a Reply