শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০২:৪৪ অপরাহ্ন
র্যামবো ত্রিপুরা, থানচি প্রতিনিধি:
”অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে নিয়ে সারাদেশের ন্যায় বান্দরবান জেলার থানচি উপজেলায় আজ শনিবার ১১ই জানুয়ারী ২০২০ খ্রী: তারিখ উপজেলা প্রশাসন আয়োজনের থানচি সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
বিকাল ৪টা সময় সর্বস্তরের জনসাধারণের স্বত:স্ফুর্ত অংশগ্রহনের মাধ্যমে এক বর্ণাঢ্য র্যালী থানচি সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন হতে বের হয়ে উপজেলা গুরুত্বপূর্ন সড়ক গুলিতে প্রদক্ষিণ শেষে পূনরায় বঙ্গবন্ধু জীবন ভিক্তিক স্থিরচিত্র প্রর্দশন এর মাধ্যমে শুরু হয় এই অনুষ্ঠান।
পরে উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুল হক মৃদুল সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যন থোয়াইহ্লামং মারমা, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান চসাথোয়াই মারমা পকশৈ, থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: জোবাইরুল হক, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সহ সর্বস্তরের জনসাধারণ এই সভায় উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় স্থানীয় শিল্পিদের অংশগ্রহনের মাধ্যমে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
Leave a Reply