থানচি প্রতিনিধিঃ
ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষরে ২৫ বছরপূর্তি উপলক্ষে বান্দরবান থানচিতে বিজিবি’র পরিচালনায়
আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২ ডিসেম্বর সকালে ৩৮, বিজিবি ব্যাটালিয়ন, বলিপাড়া জোন আয়োজনে শান্তিচুক্তি স্বাক্ষরে ২৫তম বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩৮, বিজিবি ব্যাটালিয়ন, বলিপাড়া জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শরীফ উল আলম। উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক মোঃ মুন্সি ইমদাদুর রহমান, বলিপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাঙ্গু মৌজার হেডম্যান ক্যসাউ মারমা, থাইক্ষ্যং মৌজার হেডম্যান মংপ্রু মারমা, সাবেক মেম্বার আকতার হোসেন, মেম্বার উচনু মারমা, মেম্বার অংসিংম্যা মারমা, মেম্বার অংসানু মারমা ও স্থানীয় কারবারি সহ জনসাধারণবৃন্দ।
দিবসটি উপলক্ষে ক্যাপ্টেন মোঃ তসলিম আহমেদ এ এম সি পরিচালনায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। একই সাথে গরীব অসহায়দের মাঝে ৫’শত জনকে কম্বল ও মশারী বিতরণ করা হয়। একই সাথে সীমান্ত এলাকায় ফুটবলসহ অন্যান্য ক্রিড়া সামগ্রীর ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ পরিচালনা করা হয়েছে।
Leave a Reply